
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-বিএমইউজে ফেনী জেলা শাখা ২০২৪-২৫ এর কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (০১ জুলাই ২০২৪) বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক উদয় সম্পাদক এমএ সাঈদ খান এবং দৈনিক মুক্ত খবর ও ডেইলি স্টেট এর জেলা প্রতিনিধি এমএ মাসুম বিল্লাহ ভূঁইয়াকে। এমএ সাঈদ খান ও এমএ মাসুম বিল্লাহ ভূঁইয়া গত বছরও সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুমোদিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মঞ্জুরুল আলম দেওয়ানী (দৈনিক মুক্ত খবর), কবি মো. ইসহাক মজুমদার (দৈনিক প্রভাত আলো), ফারুক সবুজ (দৈনিক এশিয়া বাণী), ইয়াসিন আরাফাত মজুমদার (দৈনিক আজকের বসুন্ধরা), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া (সাপ্তাহিক ফেনীর শক্তি), মিজানুর রহমান (দৈনিক তরুন কন্ঠ), আবুল হাসনাত রিন্টু (দৈনিক লাখো কন্ঠ), মো: আতিকুর রহমান (দৈনিক আজকের বসুন্ধরা), কোষাধ্যক্ষ ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন (দৈনিক দেশেরপত্র), সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ (দৈনিক স্বদেশ বিচিত্রা), সহ-সাংগঠনিক মো: আশরাফুল হাসান টুটুল (দৈনিক একুশে সংবাদ), দপ্তর সম্পাদক গাজীউল হক (দৈনিক বাংলাদেশ কন্ঠ), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মোমিন (দৈনিক ভোরের চেতনা), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আমির হোসেন কিরন (দৈনিক নতুন আলো প্রতিদিন), সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া (দৈনিক ফেনীর সময়), মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আলম মিতু (সাপ্তাহিক ফেনীর প্রত্যয়), ধর্মীয় সম্পাদক এএনএম গোলাম সরওয়ার নয়ন (সাপ্তাহিক স্বাস্থ্যকথা), ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান পলাশ (বাংলাদেশ পরিক্রমা), সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা (সাপ্তাহিক উত্তরণ), প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু (দৈনিক নয়া পয়গাম)।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- রোখসানা সিদ্দিকী (দৈনিক সমসাময়িক প্রতিদিন), খোন্দকার নিজামুল হক (সাপ্তাহিক আজকের সূর্যোদয়/এসপিএন-বিডি), জাকির হোসেন সাহেদ (সাপ্তাহিক ফেনীর তালাশ), মুক্তিযোদ্ধা ইসহাক চৌধুরী (দৈনিক সন্ধাবানী), মোশারফ হোসেন (দৈনিক নওরোজ), এম রহমান দুলাল (দৈনিক গণমুক্তি), ডা: কামাল উদ্দিন (সাপ্তাহিক জনপ্রিয়), জাফর ঈমাম রতন (দৈনিক বাংলা ধারা), ফখরুল ইসলাম (দৈনিক সমাবেশ), মহি উদ্দিন খোকন (দৈনিক লাল সবুজের দেশ), মশিউদ্দোলা রুবেল (দৈনিক নাগরিক ভাবনা), গিয়াস উদ্দিন মামুন (দৈনিক আলোকিত সকাল), অমিত কুমার শর্মা (দৈনিক ঢাকা), সৌরভ হোসেন মজুমদার (বাংলাদেশ সমাচার), শাহাদাত হোসেন (দৈনিক আমার সময়), আরমিনা ফেরদৌস আইরিন (দৈনিক আলোর বার্তা), আবদুল কাইয়ুম নিশান (ফেয়ার বার্তা), গাজী রাজ্জাক হোসেন মজুমদার (ফেনীর কন্ঠ), জহিরুল ইসলাম মিতুল চৌধুরী (দৈনিক সংগ্রাম প্রতিদিন) প্রমুখ।