Date: April 28, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে রকেটের টাকা নিয়ে এজেন্ট ব্যবসায়ী উধাও - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে রকেটের টাকা নিয়ে এজেন্ট ব্যবসায়ী উধাও

September 16, 2023 09:46:22 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে রকেটের টাকা নিয়ে এজেন্ট ব্যবসায়ী উধাও

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারের  এজেন্ট ব্যবসায়ী মো. লিখন ইসলাম নামের এক ব্যাক্তি রকেট ডিস্ট্রিবিউটর হাউজ মাওনা চৌরাস্তায় খলিফা এন্টারপ্রাইজের ডিএসআর এর কাছ থেকে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়  ঘটনাটি ঘটে। এ ঘটনায় রকেট ডিস্ট্রিবিউটর এর ডিএসআর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের রফিকুল ইসলাম প্রধানের ছেলে রাসেল প্রধান শ্রীপুর মডেল  থানায় একটি সাধারন ডায়েরী করেন।

ভুক্তভোগী রাসেল ও অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল রকেট ডিস্ট্রিবিউটর এর ডিএসআর পদে র্দীঘ দিন যাবৎ  ডিস্ট্রিবিউটর খলিফা এন্টারপ্রাইজের হয়ে শ্রীপুরের জৈনা বাজার এলাকায়  বিভিন্ন রকেট এজেন্টদের সাথে টাকা লেনদেন করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার বিবাদীর নগত ক্যাশের প্রয়োজন হলে তাকে আমি বলি  জৈনা বাজার এসিআই গোদরেজ ডিপো হতে টাকা নিয়ে আসতে পরে সে  নগত ৪,৩৫,০০০/= টাকা উত্তোলনের পূর্বে আমি তাকে দুটি দোকানের ১ লক্ষ ৩০ হাজার টাকা দিতে বলি।  কিন্তু টাকা নিয়ে আসার পরে তার ০১৭২৮৯৭১৭৫৭ নম্বরে ফোন দিয়ে তার ফোন বন্ধ পাই। তখন অন্য এজেন্টদের সাথে   ফোনে যোগাযোগ করে জানতে পারলাম উক্ত বিবাদী ওদের টাকা দেয়নি ও কোন প্রকার যোগাযোগ করেনি । পরবর্তীতে বিবাদীর  স্ত্রী মোছাঃ শ্যামলী খাতুনের ০১৮৩১২৫২৫৮৮ নম্বরে যোগাযোগ করে জানতে পারলাম বিবাদীর কোন খোঁজখবর দিতে পারেনি।  অর্থাৎ বিবাদী ওই ডিপো হতে টাকা উত্তোলন করে আমাকে ও দুইটির দোকানের উল্লেখিত টাকা না দিয়ে  আত্মসাতের পায়তারা করিয়াছে। ভুক্তভোগী রাসেল আরো রলেন এ বিষয়ে আমার কাছে  সাক্ষী প্রমানসহ সকল প্রকার  ডকুমেন্টস রয়েছে।

ভিকটিম  মো: লিখন ইসলাম (৩৫) সে  কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে প্রায় গত ৩ বছর ধরে শ্রীপুর উপজেলার জৈনা বাজার নয়েজ টাওয়ারের সামনে লিখন টেলিকম নামে ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার  অফিসার ইনচার্জ এএফএম নসিম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেওয়া হবে।