Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় এসেছিল তারা: গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যা...

আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় এসেছিল তারা: গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

July 08, 2024 08:03:29 PM   জেলা প্রতিনিধি
আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় এসেছিল তারা: গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আশিকুর রহমান:
আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে ২০০১ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন তারা। তারা আল্লাহর কোন আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? ইসলাম ধর্মকে ব্যবহার করে সরকারে আসতে চায় এরা। এই দেশকে আবারো পাকিস্তান বানাতে চায়। তারা চায়, এই সরকারের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ করতে। এরা ধর্মকে পুঁজি করে ধর্ম ব্যবসায় লিপ্ত।

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত এক কর্মী সভায় এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড.আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী।

সোমবার বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর বিসিক এলাকায় কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন থানা স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের নিয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, কোঠা আন্দোলন নিয়ে উষ্কানিদাতাদের উদ্দেশ্য করে  হাইকোর্টের দারস্থ হতে বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা আন্দোলন বাতিল করলেও অন্যন্যাদের রিটের ভিত্তিতে হাইকোর্ট, কোঠা আন্দোলন চালু করতে বলেছেন। সুতরাং কোঠা আন্দোলনের বিষয়ে মহামান্য হাইকোর্টে যাওয়ার জন্য বলেন মন্ত্রী।

কোনাবাড়ীর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে কর্মী সভায়,  প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরজিৎ মল্লিক বাবু। এছাড়াও সভায় স্বেচ্ছাসেবক লীগের অন্যন্যা নেতাকর্মীরা বক্তব্য রাখেন।