
স্টাফ রিপোর্টার:
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জামগড়া দরগারপাড় এলাকায় কারখানার সেপটিক ট্যাংকে নেমে মিঠু, রাকিব, আলী নামে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় এই পোশাক কারখানার সেপটিক ট্যাংকে পরিচ্ছন্নতাকর্মী মিঠু (১৮) প্রথমে বেলা ৩টায় পরিস্কার করতে ট্যাংকিতে ঢুকে। অনেক সময় পর্যন্ত মিঠু ট্যাংকি থেকে সাড়া না দিলে কারখানা কর্তৃপক্ষ একে একে দুই জন শ্রমিকে ট্যাংকিতে নামিয়ে দেয়। তিন জন সাড়া না দিলে কারখানা কর্তৃপক্ষ তাদের মৃত্যুর বিষয়টি আঁচ করতে পেরে পালিয়ে যায়। কারখানার শ্রমিকরা ৯৯৯ এবং ফায়ার সার্ভিসে কল করে। ডিইপিজেড ৪নং ইউনিট ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭টা ৩০ মিনিটে খবর পেয়ে ছুটে আসেন। নিখোঁজরা হলেন- পরিচ্ছন্নতাকর্মী মিঠু (১৮), পোশাক শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)।
স্থানীয় বাসিন্দারা বলেন, বুধবার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে প্রথমে পরিচ্ছন্নতাকর্মী মিঠু ওই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। ঘণ্টাখানেক পরেও তার কোনো সাড়াশব্দ না পেলে রাকিব তার খবর নিতে সেপটিক ট্যাংকে নামে। এরপর তারও কোনো খবর না পেয়ে মোহাম্মদ আলী নামলে তিনিও সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা রাত ৮টা ১০ মিনিটের দিকে এসে উদ্ধার কাজ শুরু করে।
এদিকে ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষের সবাই পালিয়ে যায়। কারখানার ভেতরে কাউকেই পাওয়া যায়নি। এরমধ্যে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীমের মুঠোফোনে কয়েকবার কল দেওয়া হলেও তার সঙ্গে কথা বলা যায়নি।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে কারখানার মালিককে খুঁজে পাই নি। আমরা এক ঘন্টা মধ্যে ট্যাংকি থেকে তিন জনের মৃত্যু দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
মৃত ব্যক্তিদের স্বজনরা জানায়, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে অকালে আমরা স্বজন হারিয়েছি। আমরা সরকারের কাছে দাবি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে যেন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।