Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে কর্মচারীকে মারধর-হত্যাচেষ্টা ও টাকা ছিনতাই! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে কর্মচারীকে মারধর-হত্যাচেষ্টা ও টাকা ছিনতাই!

October 07, 2023 07:38:06 PM   জেলা প্রতিনিধি
ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে কর্মচারীকে মারধর-হত্যাচেষ্টা ও টাকা ছিনতাই!

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে ইন্টারনেট ব্যবসা নিয়ে শত্রুতার জেরে জেরে এক কর্মচারীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গাজীপুরের বাসন থানায় অভিযোগ করেছেন থানাধানী নওজোড় এলাকার ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান জনি নেটওয়ার্কের কর্মচারী নাজমুল ইসলাম। তিনি বাসন থানাধীন নাওজোর এলাকার স্বপন মিয়ার ছেলে। অভিযুক্তরা হলেন- একই এলাকার সালাম মিয়ার ছেলে নাছিম হোসেন শুভ (৩০), নাজমুল (৩২) এবং সুমর আলীর ছেলে আসিফ (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে নাওজোর এলাকায় জনি নেটওয়ার্ক কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। ওই এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্ত নাছিম, নাজমুল ও আসিফের সাথে ইন্টারনেট মালিকের সাথে শত্রুতা চলছিল। পূর্ব শত্রুতার জেরে গত ৬ অক্টোবর দুপুর ১২টার দিকে ডিসের গ্রাহকদের থেকে টাকা উত্তোলন শেষে ফেরার পথে তাকে আটকিয়ে গালিগালাজ করতে থাকে। তাদের প্রতিবাদ করলে তিনজন একতাবদ্ধ হয়ে মারধর ও কাছে থাকা ৫২ হাজার টাকা ছিনতাই করে। তাদের মারধরে মাটিতে পরে গেলে তারা লাঠি দিয়ে মারধর ও লাথি দেয়। এসময় নাছিম হোসেন শুভ গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তারা আমার নিকট থাকা ৫২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা সুযোগমতো পেলে আরও মারধর করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য যোগাযোগের চেষ্টা করেও তাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

বাসন থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।