Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইসরায়েলের ক্ষমতায় ফিরতে পারে কট্টর লিকুদ পার্টি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইসরায়েলের ক্ষমতায় ফিরতে পারে কট্টর লিকুদ পার্টি

November 02, 2022 09:52:46 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের ক্ষমতায় ফিরতে পারে কট্টর লিকুদ পার্টি

ইসরায়েলের কট্টর আরববিদ্বেষী নেতা হিসেবে পরিচিত বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি আবারও ক্ষমতায় আসতে পারে। এতে ফিলিস্তিনিরা ছাড়াও ইসরায়েলের তুলনামূলক উদারপন্থীমহল উদ্বিগ্ন। গত মঙ্গলবার নির্বাচনে ভোটগ্রহণের আগে বেশিরভাগ জনমত জরিপে লিকুদের জয়ের ইঙ্গিত মিলেছে। তবে দুর্নীতির মামলার বিচার চলার কারণে দলটির নেতা নেতানিয়াহুর আবার প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত নয়। জনমত জরিপের ভিত্তিতে গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের নেতৃত্বাধীন ইয়াশ আতিদ পার্টি বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির পেছনে দ্বিতীয় অবস্থানে থাকবে। জরিপগুলোতে দেখা যায়, প্রধান এই দুটি দলের মধ্যে আসন সংখ্যার ব্যবধান দাঁড়াবে এক অঙ্কের ঘরে। লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও তা স্বল্প ব্যবধানের হবে। এ কারণে সরকার গঠন করতে হলে জোট গড়তে হবে, যার নেপথ্যে থাকবেন কট্টর ডান নেতানিয়াহু।
নেতানিয়াহুর ইসরায়েলের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসার সম্ভাবনায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য নেতানিয়াহুর কুখ্যাতি রয়েছে। গত মঙ্গলবার ভোটগ্রহণের আগে লিকুদ পার্টির প্রতি বিভিন্ন চরম ডানপন্থীর সমর্থন সেই শঙ্কা আরো বাড়িয়ে তুলেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন ডানপন্থী দল জুইশ পাওয়ার এরই মধ্যে লিকুদ পার্টিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা পোষণের জন্য পরিচিত ইতামার বেন-গভির। ইসরায়েলের আরব বংশোদ্ভূতরা এবারের নির্বাচনেও বেশ আলোচনায় রয়েছেন। আরব বংশোদ্ভূতদের দল রাম পার্টি ইয়ার লাপিদের নেতৃত্বাধীন জোট সরকারে অংশগ্রহণ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ডানপন্থী ইহুদিবাদী দলগুলো আরব সম্প্রদায়কে রুখতে চায়। আরব সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমাগত উসকানিমূলক বার্তা অব্যাহত রয়েছে। নেতানিয়াহু নিজেই এই বিদ্বেষ উসকে দিচ্ছেন বলে সমালোচকদের অভিযোগ। উল্লেখ্য, ইসরায়েলে আরব বংশোদ্ভূত নাগরিকের সংখ্যা মোট জনসংখ্যার ১৭ শতাংশ। আরব বংশোদ্ভূত দলগুলোকে মিসরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করে নেতানিয়াহু ভোটগ্রহণ চলাকালে বলেন, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, ইসরায়েলের অস্তিত্বে বিশ্বাস করে না এবং যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুভাবাপন্ন, তাদের নিয়ে সরকার গঠন করতে চান না তিনি।  
ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহু নিজের কট্টরপন্থী তথা ফিলিস্তিনবিরোধী অবস্থানকে পুঁজি করে ক্ষমতায় ফিরে আসতে মরিয়া বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাঁরা বলছেন, নিজের বেহাল ভাবমূর্তি ফিরে পেতে নেতানিয়াহু খুবই সক্রিয়। এবং তাঁর দ্বারা এটি সম্ভবও। ইসরায়েলের রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান বেশ শক্ত। এ কারণেই ক্ষমতা হারানোর মাত্র এক বছর পরই আবারও দলকে পাদপ্রদীপের আলোয় আনতে পেরেছেন এই নেতা। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত দলীয় প্রধান হিসেবে মোট ১১টি নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাঁচবারের মতো জোট সরকার গড়তে সক্ষম হন। ১২০ আসনবিশিষ্ট ইসরায়েলি আইনসভা নেসেটের ৬১ জন আইন প্রণেতার সমর্থনে সরকার গঠিত হয়। লিকুদ পার্টির সম্ভাব্য সরকারে যোগ দিতে অনেক ছোটখাটো দলই অপেক্ষায় রয়েছে। আরবদের সঙ্গে জোট সরকার গঠনকারী ইয়ার লাপিদ মঙ্গলবার ভোট গ্রহণ চলাকালে বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য ভোট দিন। নিজের এবং সন্তানদের জন্য ভোট দিন।