Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে মাজারে হামলা-সংঘর্ষে যুবক নিহত, আহত ২০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে মাজারে হামলা-সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

September 16, 2024 06:39:19 PM   অনলাইন ডেস্ক
ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে মাজারে হামলা-সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বের করা মিছিল থেকে মাজারে হামলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছয়সূতি ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মিলন মিয়া (৩৪), যিনি পূর্ব ছয়সূতি গ্রামের বাসিন্দা। স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং মাজারপন্থিদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস মিছিল বের করে স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কিছু ব্যক্তি একটি মাজারে হামলা করার চেষ্টা করে। এর জেরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মাজারপন্থিদের সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ওই এলাকার মসজিদ ও মাজারেও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘মাজারে হামলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।’