
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া সদর বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামে জমি দখল করে পুকুর খননের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কৃষক আব্দুস সাত্তার। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস সাত্তারের ভাতিজার স্ত্রী জুলেখা আক্তার জুঁথি।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ১২টার দিকে স্থানীয় ভূমিদস্যু মো. আতাউর রহমান তার জমি অবৈধভাবে দখল করে ভেকু দিয়ে মাটি খনন শুরু করেন। বিষয়টি তিনি দ্রুত কাউনিয়া থানায় জানালেও থানার অফিসার ইনচার্জ এস এম শরিফ এবং এসআই রাসেল অভিযোগ আমলে নেননি। বরং তারা বলেন, “জমিতে মাটি খনন করলেও তো জমি নিয়ে যায়নি।”
জুলেখা আক্তার আরও জানান, আতাউর রহমানের এই কর্মকাণ্ড এবং থানার দায়িত্বশীলদের উদাসীনতার কারণে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি তার জমি দখলমুক্ত এবং মাটি খনন বন্ধে আইনগত সহায়তা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, আতাউর রহমানের মতো ভূমিদস্যুরা সরকারি দলের ছত্রছায়ায় এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।