Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কোটালীপাড়ায় পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কোটালীপাড়ায় পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

March 16, 2023 01:04:09 AM   দেশজুড়ে ডেস্ক
কোটালীপাড়ায় পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরকীয়ার জেরে অনিতা হালাদার(৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে বটবাড়ী গ্রামে এই ঘটনা ঘটেছে। দুই সন্তানের জননী  নিহত অনিতা হালাদর বটবাড়ী গ্রামের বিশ্বনাথ হালদারে স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত অনিতা হালদারের সাথে একই বাড়ির তানভীর শিকদারের সাথে দীর্ঘ ১০ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিলো। এই ঘটনা নিয়ে প্রায়ই দুই পরিবারের সাথে বিরোধ চলে আসছিলো। কিন্তু গত রবিবার রাতে তানভীর শিকদার অনিতা হালদারের ঘরে আসলে তানভীরের পরিবারের সদস্যরা এসে অনিতার  উপরে চড়াও হয়, এবং তানভীরের বাবা, মা, চাচা ও স্ত্রী মিলে অনিতার উপরে হামলা চালায়। এই মারপিটের ঘটনাকে কেন্দ্র করে অভিমানে গত সোমবার দুপুরে নিজ ঘরে বসে অনিতা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই পরকীয়া প্রেমিক তানভীর শিকদার গা ঢাকা দিয়েছেন। তানভীর বটবাড়ী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে ও তিন সন্তানের পিতা।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, পরকীয়ার জেরেই এই আত্মহত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।