
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের কোনাবাড়ীতে হস্ত কুটির বাণিজ্য মেলার আড়ালে চলমান জুয়ার আস্তানা বন্ধ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিন গত রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশ মেলাস্থলে গিয়ে বন্ধ করে দেয়। গত মাসের ১৮ এপ্রিল মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকার সিরামিক মাঠে মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
মেলা চালুর পর থেকেই গাজীপুরবাসীর অভিযোগ, মেলার আয়োজক কমিটি মেলার নামে অভিনব কায়দায় সেখানে জুয়ার আসর বসিয়েছে। আয়োজক কমিটি মেলার প্রবেশ টিকিট হিসেবে ২০ টাকা নির্ধারণ করে। লটারি মাধ্যমে ২০ টাকা মূল্যের টিকিট বিজয়ীদের গরু, অলংকার, মোটরসাইকেল, অটোরিকশা, টিভিসহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী পুরস্কারের প্রলোভন দেখায় মেলার আয়োজকরা। পরে সেই টিকিট সিএনজি, ভ্যান এমকি অটোরিকশায় শহরের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছিল। যা সম্পূর্ণ জুয়া।
পরবর্তীতে গাজীপুরের সচেতন সমাজ মেলার নামে জুয়ার খেলার বিরুদ্ধে ফুঁসে ওঠলে স্থানীয় প্রশাসন মেলাস্থলে গিয়ে মেলা বন্ধ করে দেয়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান, ২০ টাকা মূল্যের প্রবেশ টিকিট পুরো শহর জুড়ে বিক্রি করা হচ্ছে, যা সচেতন মহল ভালো চোখে দেখছেন না। প্রবেশ টিকিটের উপর লটারির মাধ্যমে বিভিন্ন দামি দামি পণ্য দেওয়ার বিষয়টিও জুয়া আইনের সংজ্ঞায় একপ্রকার জুয়া। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আপাতত এ মেলা বন্ধ করে দেয়া হয়েছে।