Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কলারোয়ায় দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কলারোয়ায় দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

July 10, 2023 07:26:13 PM   উপজেলা প্রতিনিধি
কলারোয়ায় দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে দেড় হাজার ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম জেলার গুনাগুরী থানার বাশখালী গ্রামের মৃত মীর আহম্মদের ছেলে।

ওসি জানান, কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতার জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে জানা গেছে।