
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সাইকেলিং ও হকিতে অসাধারণ ক্রীড়া সাফল্য অর্জন করেছে। সেই অর্জনকে সম্মান জানিয়ে বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। শনিবার (৩ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি বিদ্যালয়ের হকি দলও একই আসরে হকিতে চ্যাম্পিয়ন হয়। খেলোয়াড়দের অধিকাংশই কৃষক পরিবারের সন্তান হলেও তাদের মনোবল, অনুশীলন ও অদম্য ইচ্ছাশক্তি তাদেরকে এনে দিয়েছে এই অভাবনীয় অর্জন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রিয়া খাতুনসহ হকি দলের ১৬ জন খেলোয়াড়কে ফুল দিয়ে বরণ করে নেয় শুভসংঘ কেশবপুর শাখা। খেলোয়াড়দের মধ্যে ছিলেন সুমি খাতুন, আঁখি সুলতানা সাথী, বর্ষা রায়, জান্নাতুল লিজা, সাকিরা খাতুন, নাজমুন নাহার, কৃষ্ণা বিশ্বাস, মেহেক সুলতানা, সানজিদা ইয়াসমিন, জবা মন্ডল, তাসমিন সুলতানা, মারিয়া আক্তার, তাছমিম নাহার, সারমিন সুলতানা ও জয়া মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাস্টার হায়দার আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার উপদেষ্টা বজলুর রহমান খান।
বক্তারা বলেন, গড়ভাংগা গ্রামের এই বিদ্যালয়ের মেয়েরা আজ যেভাবে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেছে, তা শুধু তাদের নয়, পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে এসব খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।