Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে ধরলায় ধরা পড়লো বিরল প্রজাতির ইলফিস মাছ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে ধরলায় ধরা পড়লো বিরল প্রজাতির ইলফিস মাছ

August 30, 2023 06:42:04 PM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে ধরলায় ধরা পড়লো বিরল প্রজাতির ইলফিস মাছ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে খড়া জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির সামুদ্রিক ইলফিস মাছ। ৪ কেজি ওজনের মাছটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফিট। মাছটিকে দেখতে মাছ শিকারীর বাড়িতে ভীড় জমিয়েছেন উৎসুক জনতা।

বুধবার (৩০ আগষ্ট) সকালে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, ধরলা নদীর শাখা খিরাই নদীতে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান ফারুক হোসেন, হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। বুধবার সকালে তাদের জালে ইলফিস নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটিকে বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ফারুকের বাড়িতে ভিড় জমান।

ইলফিস মাছ শিকারী মো: ফারুক হোসেন বলেন, এরকম মাছ আমার জীবনে আমি দেখেনি। আজ মাছটি সকালে আমাদের খড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো: মোক্তাজির খান বলেন, এ মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। কোন কারনে হয়তো এখানে চলে এসেছে। এসব মাছ খাওয়া যায়।