Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

December 10, 2024 06:00:20 PM   উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি পিকআপ ভ্যানে লোড করা ৭০ কেজি গাঁজা এবং ৬টি মোবাইল ফোন জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে কুড়িগ্রামের ধরলা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাঁজাগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় পাটের বস্তায় ভরা ছিল। এগুলো ফুলবাড়ি উপজেলার কাশিপুর এলাকা থেকে পিকআপ ভ্যানে লোড করে টাঙ্গাইলের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। অভিযান চালিয়ে দুটি পিকআপ ভ্যান, ৭০ কেজি গাঁজা, এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুস সাওারের পুত্র ইব্রাহীম খলিল (৪০),নাটোরের বাসিন্দা মো.কাঁজু( ৪৫), টাঙ্গাইলের স্বাসিন্দা মেহেদী হাসান( ২০),জয় ইসলাম (২০),আলাউদ্দিন শিকদার( ২০) ও হামিদুল শিকদার(২০)।

রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলামের নির্দেশনায় এবং কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিদর্শক তরুণ কুমার রায় জানান, এই অভিযান জনসম্মুখে চালানো হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।