
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারার সিন্ধুকছড়িতে সেনাবাহিনী অভিযানে অস্ত্রসহ মংচাচিং মার্মা (৪৫) নামে কথিত মগ লিবারেশন পার্টির এক কালেক্টরকে আটক করা হয়েছে। আটক মংচাচিং মার্মা বান্দরবান জেলার সদর উপজেলার বাসিন্দা।
রবিবার (১৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার সিন্ধুকছড়ির ময়ূরখীল এলাকা থেকে সিন্ধুকছড়ি জোন ও মানিকছড়ি ক্যাম্পের সেনা সদস্যরা তাকে আটক করে।
সেনাবাহিনী সূত্র জানায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল সামস আজিজি এবং মানিকছড়ি ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাইমুর রহমান নিশাদের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়ূরখীল এলাকা থেকে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর মংচাচিং মার্মাকে অস্ত্রসহ আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা হিসেবে আটককে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।