Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / খাগড়াছড়িতে রাতভর গোলাগুলি, নিহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খাগড়াছড়িতে রাতভর গোলাগুলি, নিহত ৩

September 20, 2024 12:55:01 PM   অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে রাতভর গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার রাতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহত ব্যক্তিরা হলেন জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০), এবং রুবেল চাকমা (৩০)।

গত বৃহস্পতিবার বিকেলে দীঘিনালা লারমা স্কয়ার এলাকায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষের শুরু হয়, যা রাতে গুলি বিনিময়ের পর্যায়ে পৌঁছায়। এই সংঘর্ষের সূত্রপাত হয় বুধবার মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে একজনকে মারধরের ঘটনার জেরে, যিনি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার প্রতিবাদে বাঙালিরা বিক্ষোভ মিছিল বের করলে সংঘর্ষ শুরু হয়।

রাতে নারানখখাইয়া, স্বনির্ভর এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত ধনঞ্জয় চাকমা সন্ধ্যায় সংঘর্ষে মারা যান, আর বাকি দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান, আহতদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দীঘিনালার বাসস্টেশন ও লারমা স্কয়ার এলাকায় সংঘর্ষে ১০২টি দোকান পুড়ে গেছে, যার মধ্যে চাকমা সম্প্রদায়ের ৭৮টি এবং বাঙালির ২৪টি দোকান রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি এখনো থমথমে, এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।