Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার, গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার, গ্রেফতার ২

September 17, 2023 04:18:39 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার, গ্রেফতার ২

গাজীপুরের সদর থানাধীন টেক কথোরা এলাকা থেকে এক কোটি টাকার মূল্যের (৫০০ গ্রাম) ক্ষুদ্র চিনি সদৃশ মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইসসহ ০২ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ(উত্তর)। গত রবিবার(১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-  মোঃ সোহাগ খান (২৮), পিতা-মৃত বাদল খান, মাতা-মৃত হোসনেয়ারা, সাং-বাউপাড়া (মন্ডল মার্কেটের পাশে), থানা-সদর, গাজীপুর মহানগর ও  মোঃ মোশারফ (৪৪), পিতা-মৃত কুরবান আলী, মাতা-শাহিদা আক্তার, সাং-টেক কাথোরা (বাঁশবাড়ী), থানা-সদর, গাজীপুর মহানগর।

রবিবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিবি উত্তর) মোহাম্মদ কামাল হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মোশারফ হোসেনের বাড়ি থেকে এ মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদকের সাথে জড়িত দুজনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ক্ষুদ্র ক্ষুদ্র চিনি সদৃশ মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইস তারা চোরাচালান কারবারিদের সহায়তায় কক্সবাজা,  টেকনা,  উখিয়া  থেকে সংগ্রহ করে গাজীপুরের  বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ বিষয়ে গাজীপুর মহানগরের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।