Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে পৈত্রিক সূত্রে পাওয়া জমি থেকে চলে যেতে হুমকির অভিযোগ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে পৈত্রিক সূত্রে পাওয়া জমি থেকে চলে যেতে হুমকির অভিযোগ!

June 04, 2024 07:02:47 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে পৈত্রিক সূত্রে পাওয়া জমি থেকে চলে যেতে হুমকির অভিযোগ!

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে মহানগরের সদর থানাধীন ভুরুলিয়া মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি থেকে চলে যেতে হুমকির অভিযোগ করেছেন মোসা. নুরমিন (২৩) নামে এক নারী। তিনি ওই এলাকার মৃত রেহান উদ্দিন ও মৃত আফরোজ বেগমের মেয়ে। জমিটি দখলের উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকির অভিযোগ এনে উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেড কোয়ার্টার্স ও গাজীপুর মেট্রো পলিটন পুলিশ বরাবর একটি অভিযোগ করেছেন ওই নারী।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন,  সদর থানাধীন ভুরুলিয়া তরুবীথি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মো. শাহজাহান (৬০),  শাহাজাহানের ছেলে মো. জামাল (২৫) ও মো. কামাল (২৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর থানাধীন ভুরুলিয়া মৌজায় অবস্থিত আরএস-৮৮০নং দাগে ৪.৩৭৫ শতাংশ জমি ভুক্তভোগী নুরমিন ও তার ভাই নুরুল আমিন তাদের মাতা আফরোজ বেগমের থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হন। আফরোজ বেগমের জীবদ্দশাতেই ২০০৩ সালে উক্ত জমিসহ জমির বাড়িঘর নুরমিন ও নুরুল আমিনের নামে ওয়ারাশি হিসেবে রেখে যান। পরবর্তীতে জমির মালিকদ্বয় যথারীতি জমি খারিজপূর্বক খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি অভিযুক্তরা তাদের উশৃংখল সহযোগিদের নিয়ে জমিটি ছেড়ে চলে যাওয়ার জন্য উক্ত জমিতে প্রবেশ করে হুমকি-ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সর্বশের্ষ গত ১ জুন সকাল ১০টার দিকে অভিক্তরাসহ অজ্ঞাত ৫-৭ জন ব্যক্তি  দা, লাটি, লোহার রডসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে অনধিকার প্রবেশ করে মারমুখী আচরণ করে এবং গালিগালাজ করে বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয়। এ সময় তাদের প্রতিবাদ করছে তারা ভুক্তভোগীদের মারপিট ও হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত শাহজাহান মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। অপরদিকে প্রশাসনের নিকট সঠিক বিচার দাবি করেছেন ভুক্তভোগী নুরমিন ও নুরুল আমিন।