Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

April 02, 2023 04:00:01 AM   দেশজুড়ে ডেস্ক
গাজীপুরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে ফেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ীকে মারধর করেছে সিয়াম নামে এক যুবক। মারধরের  ঘটনায় আহতের চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গত শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানাধীন নাওজোড় পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে। আহত মোঃ আলতাফ হোসেন(২৭) নাওজোড় পূর্বপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে এবং ওই এলাকায় দোকান ভাড়া নিয়ে ফেক্সিলোড ও বিকাশের ব্যবসা করে আসছে। অভিযুক্ত মোঃ কৌশিক আমিন সিয়াম(২৪) গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় পূর্বপাড়া এলাকার মোঃ নুরুল আমিন সেন্টুর ছেলে। 

অভিযুক্ত সিয়ামের বাবা জানান, হেডফোনের টাকা নিয়ে ওই দোকানদারের সাথে সিয়ামের বাকবিতন্ডার একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর কাছ থেকে সিয়াম হেডফোন ক্রয় করেছিল। তিনি বলেন, ' আপনারা নিউজ করেন, আমার ছেলে আজ একজনের নাক ফাটিয়েছে, কাল হয়তো আরো বড় ধরনের কিছু করতে পারে। ওদের সাথে মিমাংসার জন্য বসা হবে।'

এলাকাবাসী জানায়,  সিয়ামের যন্ত্রণায় তারা অতিষ্ঠ। এলাকার বিভিন্ন দোকান থেকে সে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবী করে। তার দাবীকৃত চাঁদা পরিশোধ না করলে সিয়াম তাদের উপর হামলা চালায়। তারা জানায় চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে তার। সিয়ামের ভয়ে ওই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করে আসছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সিয়াম ফেক্সিলোড ব্যবসায়ী আহত আলতাফ হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তার দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সিয়াম তাকে মারধর করে। এতে ব্যবসায়ী আলতাফ হোসেনের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলাসহ নাকে মারাত্মক হাড়ভাঙা জখম হয়।ওই ব্যবসায়ীকে দায়ের ঘাড়া দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে সিয়াম। মারধরের একপর্যায়ে ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে স্থান ত্যাগ করে সে।পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ব্যবাসায়ীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করে।

বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহান বলেন- তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।