
গাবতলী (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার গাবতলীতে শীর্ষ সন্ত্রাসী নাহিদুল ইসলাম নয়ন (৩৫) খুনের ঘটনায় ইউপি সদস্য আ. রাজ্জাক ওরফে চিকাকে ১নং অভিযুক্ত করে ১৫ জনের নাম উল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাত বলে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার রাতেই মামলাটি দায়ের করেন নিহতের মা নার্গিস বেগম। এই ঘটনায় পুলিশ তাইজুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তাইজুল মহিষাবান মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল রফিকের ছেলে।
উল্লেখ্য জুয়ার আসর থেকে অনেক টাকা পাওয়া যাবে-নিকটতম এক বন্ধু এমন আশ্বাস দিয়ে গত ১১মার্চ সন্ধ্যারাতে গাবতলীর মহিষাবান ইউনিয়নের দেবোত্তরপাড়া চারমাথা এলাকায় ডেকে নেয়া হয় একই ইউনিয়নের চকমড়িয়া প্রামানিকপাড়া গ্রামের মৃত ড্রাইভার মোফাজ্জল হোসেন প্রামানিকের ছেলে সন্ত্রাসী নাহিদুল ইসলাম নয়নকে।
এরপর পূর্ব পরিকল্পিত অনুযায়ী দীর্ঘদিনের ক্ষোভ মিটাতে নাহিদুল ইসলাম নয়নকে লাঠিসোটা, বাটাম, রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। গুরুতর আহত নয়নকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১ঘন্টার ব্যবধানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুজল চন্দ্র দেব জানান, নয়ন খুনের আসামী তাইজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।