
গাইবান্ধার ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক সংলগ্ন এলাকায় ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চ নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। রোববার (৪ মে) বিকেলে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ আনুষ্ঠানিকভাবে এই মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে নদীতীরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গাইবান্ধার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো যাতে সহজেই তাদের অনুষ্ঠান আয়োজন করতে পারে, সেই লক্ষ্যে নির্মিত হচ্ছে এই মুক্তমঞ্চ।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম জানান, "২৬/২৬ ফুট আয়তনের এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যাবে। এতে একসঙ্গে অন্তত ৫০০ দর্শক ও শ্রোতা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। মঞ্চটির অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যেন ঘাঘট নদীর সৌন্দর্যের পাশেই বসে অনুষ্ঠান উপভোগ করা যায়। সম্পূর্ণ স্থানীয়ভাবে এ মঞ্চ নির্মিত হচ্ছে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জহির ইমাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বাবলু মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মুক্তমঞ্চটি নির্মাণ শেষ হলে এটি গাইবান্ধার সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।