
চট্টগ্রামে গণমাধ্যমে কর্মরত তরুণ ও মেধাবী পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সিআরএ কার্যালয়ে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক সংশোধিত গঠনতন্ত্র পাঠ করে শোনান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক আল মামুন। এছাড়া গঠনতন্ত্র নিয়ে বিশদ আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু ও বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, দপ্তর সম্পাদক মো. আশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসাইন, আপ্যায়ন সম্পাদক আবুল হাসানাত মিনহাজ, সহ-অর্থ সম্পাদক এবাদুল হক, সহ-প্রচার সম্পাদক এম আর মিলন, সহ-আপ্যায়ন সম্পাদক নূরনবী শাওন, কার্যকরী সদস্য নজিব, গিয়াস উদ্দীন পান্না এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যকে গঠনতন্ত্র অনুসারে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং সাংবাদিকদের ন্যায্য দাবি ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।