
মফিজুল ইসলাম বাবুল:
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের কর্মী সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ শে জুন) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা গেইটে অবস্থিত আন্দোলনটির চাঁদপুর জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা হেযবুত তওহীদের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেযবুত তওহীদের প্রচার সম্পাদক শফিকুল আলম পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক আমির সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম পিন্টু বলেন, সকল ধর্মের মর্ম কথা সবার উর্ধ্বে মানবতা এই শ্লোগানে সারাদেশে সভা সেমিনার কর্মসূচী চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরেও হেযবুত তওহীদের কর্মী সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি শামসুদ্দিন মুরাদ, কচুয়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলার সভাপতি শাহাবুদ্দীন, শাহরাস্তি উপজেলার সহ-সভাপতি শরিফ মিয়াসহ জেলা-উপজেলার হেযবুত তওহীদের কর্মী সদস্যবৃন্দ।