Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াত নেতার বাড়িতে নারীর অনশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াত নেতার বাড়িতে নারীর অনশন

May 03, 2025 08:16:16 PM   অনলাইন ডেস্ক
ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াত নেতার বাড়িতে নারীর অনশন

ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়ির সামনে অনশনে বসেছেন ২৫ বছর বয়সি এক নারী। শুক্রবার (৩ মে) বিকাল থেকে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুরের বাড়ির সামনে এ অনশন শুরু করেন তিনি।

সাইফুল্লাহ মানসুর ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে। অনশনরত নারী জানান, তিনি সাইফুল্লাহর দুঃসম্পর্কের ফুফাত ভাইয়ের মেয়ে। তিন বছর আগে সাইফুল্লাহ তাকে প্রেমের প্রস্তাব দেন এবং মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন তারা এবং ঢাকায় ভাড়া বাসায় সংসার শুরু করেন।

নারী অভিযোগ করেন, বিয়ের পর কিছুদিন সংসার করে সাইফুল্লাহ তাকে ঢাকায় একা ফেলে গ্রামে চলে যান এবং পরে আর কোনো খরচ পাঠাননি। এতে তিনি কষ্টে দিন কাটাতে বাধ্য হন। শুক্রবার বিকালে স্বামীর বাড়িতে গেলে দেখেন ঘর তালাবদ্ধ। তিনি বলেন, “আমি ঘরের বাইরে বসে আছি। আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে। না হলে আত্মহত্যা করব।”

এ বিষয়ে নারীর বাবাও উদ্বেগ প্রকাশ করে বলেন, “মেয়ে শুক্রবার বিকাল থেকে জামায়াত নেতা সাইফুল্লাহর বাড়িতে অবস্থান করছে। তার কোনো ক্ষতি হলে আমরা আইনি ব্যবস্থা নেব।”

ঘটনার পরপরই সাইফুল্লাহ আত্মগোপনে যান। মোবাইল ফোনে তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ বলেন, “তারা আত্মীয়। ঘটনাটি ষড়যন্ত্রমূলকও হতে পারে। আমরা বিষয়টি নিয়ে মীমাংসায় বসবো।”

এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, “এখনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”