Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটিতে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটিতে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন

December 21, 2024 07:11:53 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটিতে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন

চিলাহাটি প্রতিনিধি:
নীলফামারীর চিলাহাটি-ডোমার রোডে মনোরম পরিবেশে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়টি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডা. মুহা. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মাহমুদ আল মামুন (হিমু), ডা. রাঈস উদ্দিন সেনী (ভার্চুয়াল), হাবিবুর রহমান হারিছ, জি. এম. ইলিয়াস আহমেদ প্রামাণিক, মহব্বত হোসেন বাবু, তরিকুল আলম বুন্নু প্রমুখ।

বিদ্যালয়ে পাঠ্যক্রমের পাশাপাশি কম্পিউটার লার্নিং, আবৃত্তি, ড্রয়িং, গল্প বলা, দেয়ালিকা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো কার্যক্রম চালু থাকবে। প্লে থেকে কেজি পর্যন্ত শিশুদের জন্য রয়েছে বিশেষ কিডস জোন। বাংলা মাধ্যমে পড়ালেও ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। আইসিটি ল্যাব ও ডিজিটাল ইন্টারেক্টিভ পদ্ধতিও থাকবে।

বিদ্যালয়ের কার্যক্রম দেখে অভিভাবকদের আশা, এখানকার শিশুরা সুন্দর পরিবেশে পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে উঠবে।