Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাকা বাঁচিয়ে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাকা বাঁচিয়ে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের

March 24, 2023 12:26:14 AM   দেশজুড়ে ডেস্ক
টাকা বাঁচিয়ে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে মানবতার উৎসর্গ ফাউন্ডেশনের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৩ মার্চ(বৃহস্পতিবার) বিকেলে মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রায় দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে মুড়ি, ছোলা বুটসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অসহায়, ছিন্নমূল, দরিদ্রের পাশে থেকে মানবিক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষে ২০২১ সালে "মানবতার উৎসর্গ ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছে এ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতা এবং ফাউন্ডেশনের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোকরামিন বিল্লাহ রুপক জানায়, স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে মানবতার উৎর্সগ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীদের সঞ্চয়কৃত অর্থ দিয়ে ফাউন্ডেশনের সকল মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোকরামিন বিল্লাহ রুপক,  সাধারণ সম্পাদক সিমান্ত সাহা। এছাড়াও সোহেল, নিলয়, রাফি, নিপা, হাবিবা, কল্পনা,প্রমাসহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।