Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রকে অপহরণ করে পরিবারের সকলকে হত্যার হুমকি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রকে অপহরণ করে পরিবারের সকলকে হত্যার হুমকি

October 04, 2023 08:14:58 PM   জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রকে অপহরণ করে পরিবারের সকলকে হত্যার হুমকি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাশরাফি ইসলাম (৮) নামে এক স্কুলছাত্রকে স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পথে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত রবিবার (১ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার টুঙ্গিপাড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত স্কুলছাত্র মাশরাফি হোসেন ঐ এলাকার মামুন মোল্লার বড় ছেলে। সে পাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় ঘটনার দিন সকাল ৯টায় স্কুলে যায় মাশরাফি। স্কুল শেষে ১২ টার দিকে বাসায় ফেরার পথে বাঘের নামক স্থানে রফিক মুন্সীর বাসার সামনে থেকে কে বা কারা তাকে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর বড় ছুড়ি দেখিয়ে তাকে ও তার বাবা, মা কে হত্যা করবে বলে হুমকি দেয়।

এদিকে ছুটির পর নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় তালাশে নামে মাশরাফির পরিবার। স্কুলে গিয়ে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে তারা। তালাশের খবর পেয়ে দুর্বৃত্তরা স্কুলের রাস্তার পাশে ছেড়ে দেয় মাশরাফিকে। রাস্তায় বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে হেফাজতে নেয়। এসময় সে ভয়ে কাঁপছিল। তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। পরে ধীরে ধীরে একটু সাভাবিক হলে সে ঘটনা খুলে বলে।

মাশরাফি জানায়, সে স্কুল থেকে একা ফিরছিল। ফেরার পথে তার পেছন থেকে কে বা কারা গামছা দিয়ে তার নাক-মুখ পেচিয়ে ধরে। সে চিৎকার দিতে চাইলে তার মুখও চেপে ধরে। পরে তাকে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে গিয়ে ছুড়ি দেখিয়ে তার বাবা মাসহ তাকে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয়। তবে অপহরণকারীদের সে আগে দেখেনি। তার পরিচিত কেউ নয় বলে জানায় মাশরাফি।

মাশরাফি বাবা মামুন মোল্লা জানান, অন্যান্য দিন ছুটি হবার সাথে সাথেই সে বাসায় ফিরে। কিন্তু আজকে ফিরতে দেরি হওয়ায় আমার মনের মধ্যে কেমন যেন করছিল। আমি দ্রুত ছুটে যাই স্কুলে, গিয়ে দেখি স্কুল ছুটি হয়ে গিয়েছে। পরে আমরা খোঁজাখুজি শুরু করি। অনেকক্ষণ খোঁজাখুজির পর স্কুলের রাস্তার পাশে তাকে দেখতে পাই। সে তখন কথা বলতে পারছিল না। পরে একটু স্বাভাবিক হলে সে ঘটনা খুলে বলে।

তিনি আরও বলেন, আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনের কাছে আমার দাবি আমার নাবালক বাচ্চার সাথে যারা এটা করেছে তদন্ত করে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আমরা আতঙ্কে আছি। যে কোনো সময়ে তারা আমার ছেলেকে অপহরণ করে হত্যাও করতে পারে। আর তারা যেহেতু আমাকে আর আমার পরিবারকেও হত্যার হুমকি দিয়েছে তারা বড় কোনো সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে। সর্বোপরি আমি এর বিচার চাই।