Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / দহগ্রামে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের হাতাহাতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দহগ্রামে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের হাতাহাতি

July 09, 2023 07:46:37 PM   উপজেলা প্রতিনিধি
দহগ্রামে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের হাতাহাতি

পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে স্বেচ্ছাসেবক দলের এর ইউনিয়ন কমিটি গঠন নিয়ে  দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, দহগ্রাম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী ছিলেন। তারা হলেন- মো. জাফর ও মো. শামীম। পকেট কমিটির মাধ্যমে দ্বিতীয় প্রার্থী জাফরকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয় উপজেলা নেতৃবৃন্দ। মো.শামীম ও জাফর দুজন প্রার্থীর মধ্যে শামীম ভোটের মাধ্যমে কমিটি অনুমোদনের পক্ষে ছিলেন । এই বিষয় নিয়ে গুচ্ছগ্রাম বাজারে স্বেচ্ছাসেবক  দুই গ্রুপের মাঝে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

স্থানীয়রা জানান, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন না হওয়ার কারণে এই ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে তাৎক্ষণিক পুলিশ এসে দুই গ্রুপকে সরিয়ে দেয়।