Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নগরকান্দা ও সালথায় বিভিন্ন পূজা মন্ডপে জামাল হোসেন মিয়ার শুভেচ্ছা বিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

নগরকান্দা ও সালথায় বিভিন্ন পূজা মন্ডপে জামাল হোসেন মিয়ার শুভেচ্ছা বিনিময়

October 22, 2023 10:50:09 PM   উপজেলা প্রতিনিধি
নগরকান্দা ও সালথায় বিভিন্ন পূজা মন্ডপে জামাল হোসেন মিয়ার শুভেচ্ছা বিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
শনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

রবিবার (২২ অক্টোবর) দুপুরের পর থেকে সালথা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির থেকে শুরু করে সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। গাড়ি বহরের মাধ্যমে শত-শত নেতাকর্মী নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাক আহমেদ ও তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোসা. রিক্তা আক্তার,অাটঘর ইউনিয়নের ইউপি সদস্য আক্কাস আলীসহ সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

এসময় আওয়ামী লীগ নেতা এ্যাডঃ জামাল হোসেন মিয়া সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারের সময়ই সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।