
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষিকা মিসেস লাকি খাতুন (৪৫) পর্দা ও ইসলাম ধর্ম সংক্রান্ত একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
শনিবার তিনি এক নারীর ছবিসহ একটি পোস্ট দেন, যা স্থানীয় মুসলমানদের কাছে ‘আপত্তিকর’ মনে হওয়ায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি ছড়িয়ে পড়লে নাগেশ্বরী উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে শিক্ষিকা লাকি খাতুন পোস্টটি মুছে ফেলেন এবং শনিবার দুপুরে অপর একটি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান। একইদিন সন্ধ্যায় সামাজিক মাধ্যমে লাইভে এসেও দুঃখ প্রকাশ করেন তিনি। ক্ষমা প্রার্থনার পোস্ট ও লাইভে অনেকে তাকে সাধুবাদ জানান।
এরআগে এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।