
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে নেত্রকোণায় দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা জজ আদালত চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচির আওতায় এসোসিয়েশনের সদস্যরা সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান এবং জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন-ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. এনামূল হক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।