Date: October 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নবীনগরে বজ্রপাতে স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবীনগরে বজ্রপাতে স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

October 02, 2025 09:42:59 PM   অনলাইন ডেস্ক
নবীনগরে বজ্রপাতে স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী জুলেখা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নজর আলী মিয়া ও তার স্ত্রী বাড়ির পাশে একটি ডোবা থেকে কচুরিপানা তুলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে দু’জনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজর আলী মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় জুলেখা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রয়েছে এবং তার স্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।