
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে যুবদলের কাউন্সিলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা সদরের কাঁচদহ সড়কে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আগামী ১ এপ্রিল নবাবগঞ্জ উপজেলা যুবদলের কাউন্সিল বিষয়ে নবাবগঞ্জে আসেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। এসময় কাউন্সিলের বিষয়ে নানা বিতর্কের কথা এক পক্ষ জেলা নেতৃবৃন্দের নিকট পেশ করে। এরপর শুরু হয় কথা কাটাকাটি থেকে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি।
এতে মাজেদুর রহমান নামে কর্মী আহত হয়। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।