
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদী সদর উপজেলাধীন পাচঁদোনা ইউনিয়নের বাসিন্দা রাজিব তার বাবা মো: আলম মিয়ার হত্যাকারীদের ফাসির দাবিতে ২৯ ডিসেম্বর নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। রাজিবের বাবা মো: আলম মিয়া গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক হিসেবে গুলি বিদ্ধ হয়ে আহত হন এবং ২৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর থানা-পুলিশ কয়েকজন আসামি আটক করলেও মূল আসামি মোসাদ্দেক ও তার সহযোগী বাহিনীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় নিহতের ছেলে এবং তার পরিবার মানববন্ধন করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাসির দাবি জানায়।
এসময় উপস্থিত ছিলেন পাচঁদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বাচ্চু মিয়া, সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া মেম্বার, যুবদলের সভাপতি কালাম গাজী, সাধারণ সম্পাদক রাসেল, নিহত আলম মিয়ার ছেলে রাজিব, ভাই আনোয়ার হোসেন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
মানববন্ধন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে দাবি জানানো হয়, মোসাদ্দেক এবং তার সহযোগী লাভলুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের ফাসির দান করা হোক।
এছাড়া ১৭ ডিসেম্বরের হামলায় আলম মিয়া ছাড়াও শুভ, রনি এবং সৌরভ গুলিবিদ্ধ হন। হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন মোসাদ্দেক এবং তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাপাথারি গুলি ছুড়েছিল।