Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাবনায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাবনায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

May 03, 2025 08:28:38 PM   অনলাইন ডেস্ক
পাবনায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী দক্ষিণপাড়া এলাকা থেকে ২টি ওয়ান শুটারগানসহ মো. বিপুল হোসেন (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার বিপুল হোসেন টিকরী দক্ষিণপাড়ার মৃত আবু জাফরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডলের সার্বিক তত্ত্বাবধানে ওসি, ডিবি এবং এসআই অসিত কুমার বসাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিপুল হোসেনের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।