Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

March 09, 2023 12:50:20 AM   দেশজুড়ে ডেস্ক
পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ঐতিহাসিক ভাষণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭ই মার্চ ২০২৩ পালিত হয়েছে।

মঙ্গলবার সূর্যদ্বয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন চত্বরে ও শহরের চৌরাস্তা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যদায় পালনে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, হাফিজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষনের উপর প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী, অন্যান্য পেশাজীবি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।