Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন

March 10, 2023 12:31:58 AM   দেশজুড়ে ডেস্ক
পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
কৃষিই সমৃদ্ধ প্রতিপাদ্য নিয়ে ২০২২-২৩  অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ও পাট বীজ সহায়তা, ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বৈকাল ৩ ঘটিকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা হল রুম কক্ষে বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রনজিত চন্দ্র সিংহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল হক বিপ্লব, ডিএন কলেজ ভাইস প্রেন্সিপাল ফয়জুল ইসলাম প্রমুখ।

কৃষি অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকায় ৯ হাজার কৃষকদের মধ্যে উফশী আউশ ধানের বীজ, সার ও ১ হাজার কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কৃষক, অন্যান্য পেশাজীবি সহ গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।