Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পূর্ব ঘোষণা দিয়ে ফিল্মি স্টাইলে হামলা: একই পরিবারের ১২ সদস্য আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পূর্ব ঘোষণা দিয়ে ফিল্মি স্টাইলে হামলা: একই পরিবারের ১২ সদস্য আহত

July 03, 2024 07:37:00 PM   জেলা প্রতিনিধি
পূর্ব ঘোষণা দিয়ে ফিল্মি স্টাইলে হামলা: একই পরিবারের ১২ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পূর্ব ঘোষণা দিয়ে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে একই পরিবারের নারী, শিশু, বৃদ্ধাসহ ১২ জনকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গত ২৬ জুন গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া গ্রামের আব্দুল কাদিদের পরিবারের উপর এমন হামলা চালানো হয়। হামলার আগে ফিল্মি স্টাইলে ঘোষণা দেয় অভিযুক্তরা।

হামলার ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এদিকে এ ঘটনায় একই এলাকার আমির হামজা, শেখ ফরিদ, দরুল, মোতাহার হোসেন, আবু তাহের, সুলতান উদ্দিনসহ ৩২ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের প্রধান আব্দুল কাদির।

আব্দুল কাদির জানান, তাঁর পরিবারের লোকজনকে ঘুমন্ত অবস্থায় হামলা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন আহতরা।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আকবার আলী খান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।