
পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনায় মামুন বিশ্বাস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত ৮টার দিকে হাবাসপুর-বাহাদুপুর দুই ইউনিয়নের সিমান্তবর্তি বকসিপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, মামুন শুক্রবার তার এক বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়। রাত ৮টার দিকে হাবাসপুর ও বাহাদুরপুর দুই ইউপির সিমান্তবর্তি স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হয় মামুন। স্থানীয়দের সহায়তায় মুমুর্ষ মামুন সহ ওই কিশোরী (বান্ধবী) কে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন। আহত কিশোরী (১৫) কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়। নিহত মামুন পাংশা পৌরসভাধীন মৈত্রডাঙ্গী এলাকার রমজান বিশ্বাস এর ছেলে। ও আহত কিশোরী সত্যজিতপুর এলাকার মঞ্জু খান এর মেয়ে।
তবে দূর্ঘটনার পূর্ব মুহুর্তে মামুন বাহাদুরপুর অভিমুখি ছিলো নাকি পাংশা অভিমুখি ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে কেউ কেউ বলছেন বকসিপুর সড়কের পাশে থাকা মাইল ফলকের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার সাব-ইনেস্পেক্টর কামাল হোসেন বলেন, সংবাদ পেয়ে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি একজন মৃত এবং একজন জীবিত। নিহতের মরদেহ সুরতহাল শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।