
আনোয়ার হোসেন, ফেনী:
ফেনীর সোনাগাজীতে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধির উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে সোনাগাজীর রাকিব প্লাজায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোনাগাজীতে রাকিব প্লাজায় দৈনিক দেশেরপত্র পত্রিকা বিক্রয় প্রতিনিধি মো. রমজান আলী ‘রাকিব প্লাজা’র নিচতলায় ওরজি সুজ নামক দোকানে গেলে দোকানদার জামাল উদ্দিন প্রথমে একটি পত্রিকা ক্রয় করে। পরে তার কিছু বন্ধু এসে বলে এই পত্রিকা খ্রিস্টানদের পত্রিকা, ওই হকার খ্রিষ্টান বলে পিছন থেকে বন্ধুরাসহ সঙ্গবদ্ধ হয়ে রমজানের কোমরে সজোরে লাথি মারে এবং মারধর শুরু করে। এ সময় তারা ‘এই লোক খ্রিস্টান’ বলে চিৎকার করতে থাকে। মারধরের এক পর্যায়ে রমজানের হাতে থাকা অনেকগুলো পত্রিকা ছিড়ে ফেলে রাস্তায় ছুড়ে ফেলে দেয় তারা। এ সময় দেশেরপত্র পত্রিকা বিক্রয়কারী সোলেমান শাহিন ও জাহাঙ্গীর আলম ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এসে আহত রমজানকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দেশেরপত্রের ফেনী জেলা প্রতিনিধি এইচএম আনোয়ার বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে সোনাগাজীতে যাই এবং সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় সাথে দেখা করি এবং দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করি।
এদিকে দ্রুত বিষয়টি সোনাগাজী মডেল থানায় বিষয়টি অবহিত করলে ওসি সুধিপ রায় দ্রুত সেখানে পুলিশ পাঠান। শেষ খবর পাওয়া পর্যন্ত সোনাগাজী থানায় মামলা দায়েরের শেষ পর্যায়ে হামলাকারী ওয়াজি সুজের মালিক সশরীরে থানায় উপস্থিত হয়ে মুচলেকা ও পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে যান।
পত্রিকার বিক্রয় প্রতিনিধির উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন সোনাগাজীর স্থানীয় সাংবাদিকবৃন্দ। এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে তারা দোষীদের শাস্তির দাবি করেন।