
কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিএনপির রোডমার্চ কর্মসূচি কোন রকম অপ্রীতিকর গঠনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। দূর দূরান্ত থেকে অসংখ্য নেতাকর্মী বিএনপির আজকের রোডমার্চে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মহিপালের ওভার ব্রিজের দক্ষিণ প্রান্তে মহাসড়কের পশ্চিম পাশে জনসভার মঞ্চ তৈরি করা হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপি'র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ, বরকতউল্লাহ বুলু, জয়নাল আবেদীন ফারুক, শহিদুল ইসলাম এ্যানী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের অধিনে কোন সুস্থ নির্বাচন হবে না। অবিলম্বে সংসদ ভেঙ্গে দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে। এক দফা দাবি নিয়ে আজ জনগন রাস্তায় নেমে এসেছে। এখনও সময় আছে ক্ষমতা স্থানান্তর করে দেন কেয়ারটেকার কাছে। ওরা কেয়ার টেকার দিতে চায়না ওরা জানে ফেনীতে বিএনপির কর্মসূচি কেয়ারটেকার অধীনে নির্বাচন দিলে হাসিনা সরকার ১০ টি আসনও পাবেনা।আমাদের এই আন্দোলনে পর্যন্ত ২২ জনের প্রাণ গেছে ৬৭৫অধিক গুম হয়েছে। খবর নাই। তাই শান্তিতে আমার স্থানান্তর করুন। নির্দলীয় সরকারের অধিনে মাধ্যমে নির্বাচন দিন।