Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বাউরা ইউনিয়ন জিয়া পরিষদের কমিটি গঠন: সভাপতি লাম, সম্পাদক মুনেম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউরা ইউনিয়ন জিয়া পরিষদের কমিটি গঠন: সভাপতি লাম, সম্পাদক মুনেম

December 24, 2024 07:50:57 PM   উপজেলা প্রতিনিধি
বাউরা ইউনিয়ন জিয়া পরিষদের কমিটি গঠন: সভাপতি লাম, সম্পাদক মুনেম

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে পাটগ্রাম উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হেল বাকি'র সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে মো. রফিকুজ্জামান লামকে সভাপতি ও মাহির লাবীব মুনেমকে সাধারণ সম্পাদক করে বাউরা ইউনিয়ন জিয়া পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবদুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকার রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, বাউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তজীর লিমন এবং বাউরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল আউয়ালসহ বাউরা ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

কাউন্সিলের প্রধান বক্তা ছিলেন পাটগ্রাম উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আলম খন্দকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা জিয়া পরিষদের সভাপতি আখতারুজ্জামান সওদাগর রাজু প্রমুখ।