Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / বাগেরহাটে সড়ক সংস্কার ও সহকারী প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাগেরহাটে সড়ক সংস্কার ও সহকারী প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন

May 02, 2025 08:19:43 PM   অনলাইন ডেস্ক
বাগেরহাটে সড়ক সংস্কার ও সহকারী প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন

বাগেরহাট শহরের সড়কগুলো বর্ষার আগেই দ্রুত সংস্কার এবং পৌরসভার সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভীর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২ মে) বিকেলে শহরের দশানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে শত শত মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, রায়হান জোয়ার্দার, শাহেদ সোমি বাদশাহ, মাসুম বিল্লাহ, সুমন পাইকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বিগত সরকারের সময় বাগেরহাট শহরের রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয়নি, বরং সংস্কারের নামে চলছে হরিলুট। সাবেক মেয়র খান হাবিবুর রহমান ও সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী মিলেমিশে পৌরসভার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতির দায়ে মেয়র পলাতক হলেও রিজভী এখনো বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছেন।”

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে বাগেরহাট পৌরসভার দায়িত্বরত প্রকৌশলী রিজভীর অপসারণের দাবি জানান এবং বলেন, “এ দাবির বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”