
বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে স্কপসিরাপ ও মাদক বিক্রির নগদ অর্থসহ মো. রমজান মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রমজান মিয়া উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া খাঁ বাড়ির মৃত ওসমান খার ছেলে।
বুধবার (১ মে) রাত ৮টা ৩০ মিনিটে বিজয়নগর থানার এসআই (নিরস্ত্র) মশিউর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৭৪ বোতল স্কপসিরাপ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রমজানকে তার বাড়ি থেকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”