
গাজীপুর সংবাদদাতা:
বটগাছের তলায় মাদক বিক্রিকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ২৩ মার্চ মধ্যরাতে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন জোড়পুকুরপাড় বটগাছের নিচ থেকে তাদেরকে গ্রেফতার করে গাজীপুর মহানগর সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ আতিকুল (৩৭), পিতা-মাইনউদ্দিন, সাং-ছনধরা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-বাঙ্গালগাছ (তারা মাস্টারের বাসার ভাড়াটিয়া), থানা-সদর, ২। মোঃ নূর ইসলাম(২৬), পিতা-আনোয়ার হোসেন, সাং-শিমুলতলী, থানা-বোদা, জেলা-পঞ্চগড়, এ/পি সাং-বাঙ্গালগাছ (লোকমানের বাসার ভাড়াটিয়া), থানা-সদর ৩। মাহিদুল ইসলাম (২৯), পিতা-মৃত আবুল হোসেন, সাং-ভুরুলিয়া মধ্যপাড়া, ওয়ার্ড নং-২৫, থানা-সদর।
জিএমপি'র সদর থানা পুলিশ জানায়, সদর থানাধীন পূর্ব জয়দেবপুর এলাকার জোড়পুকুরপাড়ের বটগাছের নিচে মাদক বিক্রি হচ্ছে, গোপন সংবাদে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম ও মোঃ নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দু'জনের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে গ্রেফতারকৃতদের তথ্যমতে, ভুরুলিয়া এলাকার মোক্তারের মাছের ফিশারীর ছাপরা ঘরে অভিযান চালিয়ে মোঃ মাহিদুর ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও পনেরো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় পুলিশ।