
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে অসুস্থ গরুর মাংস আটক করেছেন সাকোয়া ইউপি চেয়ার মোঃ হাফিজুর রহমান। শুক্রবার রাতে সাকোয়া বাজারে বস্তায় ভরে অসুস্থ মাংস নিয়ে আসলে স্থানীয় ইউ’পি চেয়ারম্যান হাফিজুর রহমানের উপস্থিতি টের পেয়ে মাংসের বস্তা ফেলে ২ জন মাংস বিক্রেতা পালিয়ে যায়। বিষয়টি জানা জানি হলে গভীর রাতে অংখ্য মানুষ সাকোয়া বাজারে ভীড় করে।
এ ব্যাপারে ইউ’পি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অসুস্থ গরুর মাংস সাকোয়া বাজারে বিক্রি করা হবে এই মর্মে আমি ও আমার গ্রাম পুলিশের সাথে নিয়ে পাহারা দিতে থাকি। এক পর্যায়ে মাংস নিয়ে সাকোয়া বাজারে ঢুকলে আমার ও গ্রাম পুলিশের উপস্থিতি টের পেয়ে মাংস রেখে ২ জন পালিয়ে যায়। এই মাংসের বস্তা উদ্ধার করে গ্রাম পুলিশের মাধমে মাটিতে পুতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, কিছু দিন আগে এমন সংবাদ পেয়ে তিনি স্থানীয় মাংস ব্যবসায়ীদের এসব খারাপ কাজ থেকে সরে আসার কঠোর নির্দেশ প্রদান করেন। তার পরেও এমন খবর পাওয়ার পর তিনি নিজে এসব বন্ধের জন্য মাঠে নামেন। স্থানীয় এলাকাবাসীরা অসাধু ব্যবসায়ীদের এরকম অবৈধ কাজ বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।