
বরিশাল সদর সংবাদদাতা:
২৫ বছর ধরে জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে দৈনিক যুগান্তর। বরিশালে পত্রিকাটির রজতজয়ন্তী উপলক্ষে নগরীর প্যারারা রোডে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। আরও বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সমাজসেবী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, যুগান্তর সব সময় শ্রমিক-জনতাসহ সব শ্রেণির মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। জুলাই গণ-অভ্যুত্থানেও পত্রিকাটি নিরপেক্ষ ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, যুগান্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন-বঞ্চনার খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরে এবং সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন।