
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত ৭ তলা কবিরাজ বাড়ির ভণ্ড কবিরাজ মোজাম্মেলের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নারীদের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, ব্ল্যাকমেইল, মসজিদকে পুঁজি করে বিঘার পর বিঘা রাষ্ট্রীয় সম্পত্তি দখলসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানকালে কবিরাজ বাড়িতে কর্মরত সাবেক এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ভণ্ড কবিরাজ মোজাম্মেল আল্লাহর ঘর মসজিদকে ব্যবহার করে বিঘার পর বিঘা রাষ্ট্রীয় সম্পত্তি দখল করে সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। আরও জানা যায়, মোজাম্মেলের ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে অনেক নারী তার সাথে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছেন।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, মোজাম্মেল শেখ হাসিনা সরকারের শাসনামলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদে ছিলেন। তার বিরুদ্ধে কবিরাজি চিকিৎসার নামে রোগী প্রতারণা, সরকারি সম্পত্তি দখলসহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন তিনি। আওয়ামী রাজনীতিতে জড়িয়ে অপরাধ সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেছেন মোজাম্মেল। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. আজমত উল্লাহ খানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর নিজেকে তিনি আজমত উল্লাহ খানের ছেলে বলে পরিচয় দিতেন। এভাবেই ক্ষমতার আড়ালে তার অপকর্ম চালিয়ে যান তিনি।
পূর্বে একাধিক টেলিভিশন ও সংবাদপত্রে কবিরাজ মোজাম্মেলের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণা, নারীদের ফাঁদে ফেলে যৌন কাজে লিপ্ত হওয়া, এবং সরকারি সম্পত্তি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসব তথ্যবহুল সংবাদ প্রকাশের পরও রহস্যজনকভাবে গাজীপুর মহানগর পুলিশ মোজাম্মেলের বিরুদ্ধে নীরব ভূমিকায় ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, মোজাম্মেল দেশের বিভিন্ন জেলার ডিস ক্যাবলে বিজ্ঞাপন দিতেন, যেখানে যে কোনো রোগ নিরাময়ের শতভাগ গ্যারান্টি দেয়া হতো। এই বিজ্ঞাপন দেখে সরলমনা রোগীরা দূর-দূরান্ত থেকে তার কাছে চিকিৎসা নিতে আসতেন এবং প্রতারণার শিকার হতেন। স্থানীয়রা আরও জানান, মোজাম্মেলের লালিত ক্যাডার বাহিনীর জন্য প্রতারণার শিকার রোগী বা তাদের পরিবাররা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারতেন না।
এ ব্যাপারে অভিযুক্ত মোজাম্মেলের বক্তব্য নিতে চাইলেও তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায় নি এবং মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায় নি।