
বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে ৬৫ বছর বয়সী বৃদ্ধা মা হাজেরা বেগমকে তার মেয়ে কর্তৃক মারধরের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার সকালে বাঁশখালীর ১১নং পুইছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। হাজের বেগম বাঁশখালীর ১১নং পুইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হায়দারী ঘোনার মৃত নুরুল আমিনের স্ত্রী। অভিযুক্ত মেয়ের নাম হাসিনা বেগম। তালাকপ্রাপ্ত হাসিনা বেগম স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে বর্তমানে তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন।
হাজেরা বেগমের করা মামলা সূত্রে জানা যায়, হাসিনা তালাকপ্রাপ্ত হয়ে বর্তমানে বাড়ীতে আলাদা ঘরে থাকে। সে ভবঘুরের মত বিভিন্ন জায়গায় রাত্রিযাপন করে। হাসিনা বেগম এর আচার-আচরণে অতিষ্ঠ এলাকাবাসী অভিযোগ করায় হাজেরা বেগম গত বুধবার সকাল ১১টার দিকে তাকে ভালোভাবে জীবনযাপন করার জন্য বললে হাসিনা উত্তেজিত হয়ে পরে। সে বৃদ্ধ মায়ের চুলের মুঠি ধরিয়া ঘরের মধ্যে টানা হেছড়া করে এবং আমার কপালে, মুখে, বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করে। তাছাড়া সে ঘরের ভিতরে ১টি টিনের ট্রাংকে রাখা আমার স্বামীর আমলের প্রতিটি ৪ আনা ওজনের ২টি দেশীয় স্বর্ণের লকেট মূল্য অনুমান ৪০ হাজার টাকা এবং নগদ ২৫ হাজার টাকা লুট করিয়া নেয়। আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে বাঁধা দিলে তাদেরকে নারী নির্যাতন মামলায় জড়াইয়া জেল খাটানোর হুমকি দেয়।
এদিকে মারধরের পর স্থানীয়দের সহযোগিতায় হাজেরা বেগমকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। পরে
আজ বৃহস্পতিবার তিনি বাঁশখালী আদালতে মামলা দায়ের করেন।