Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাসনে ৪২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসনে ৪২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

June 05, 2024 01:35:46 AM   জেলা প্রতিনিধি
বাসনে ৪২০ পিস ইয়াবাসহ  ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ৪২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। গতকাল (৩ জুন) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাড়ীয়ালী এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- গাজীপুর মহানগরের বাসন থানার বাড়ীয়ালী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ আবু হানিফ(৫০), একই এলাকার আরিজ উদ্দিনের ছেলে মোঃ জুয়েল রানা(২৭) ও গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকৈর গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ রানা(২২)।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবু হানিফের বাড়ীর আঙ্গিনাকে থেকে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মাদক ব্যবসায়ী আবু হানিফের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।